আজ সকাল ১২.০৭ মিনিটে প্রয়াত হন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ৯ আগস্ট দিল্লির AIIMS-এ ভর্তি ছিলেন। অরুণ জেটলির মৃত্যুর খবরে শোকস্তব্ধ দেশবাসী। শোকের ছায়া নেমে এসছে বলিউড জগতেও। আশা ভোঁশলে, নিমরত কৌর, অনিল কাপুর, গুল পনাগ, করন জোহর, শেখর কাপুর-এর মতো ব্যক্তিত্বরা সোশাল মিডিয়ার মাধ্যমে শোক প্রকাশ করলেন এই দেশনেতার মৃত্যুতে।