দিল্লির অ্যাসিড আক্রান্ত কিছু মহিলার সঙ্গে দেখা করল ছপকের টিম। এর আগে লখনউতে একটি ক্যাফেতে অ্যাসিড আক্রান্ত কিছু মহিলার সঙ্গে নিজের ৩৪ তম জন্মদিন পালন করেন দীপিকা পাড়ুকোন। শোনেন তাঁদের জীবন যন্ত্রণার কথা। লখনউ এর পর এবার দিল্লি। দীপিকা ছাড়াও ছিলেন মেঘনা গুলজার, বিক্রান্ত মেসি। আক্রান্ত মহিলাদের সঙ্গে একান্ত ভাবে কথা বললেন অভিনেত্রী। শুনলেন তাঁদের লড়াইয়ের কথা। সেই সব ছবি আর ভিডিয়ো তিনি শেয়ারও করলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। লখনউতে তাঁর সঙ্গে ছিলেন স্বামী রণবীর। ১০ জানুয়ারী মুক্তি পাবে ছপক। মুক্তির আগে দীপিকা আরও জানালেন, ‘আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে এখনও মেয়েদের যোগ্যতার মাপকাঠি সৌন্দর্যের নিরিখেই হয়। আমরা বাহ্যিক সৌন্দর্য দেখি, অন্তরের নয়। কিন্তু কেন অ্যাসিড আক্রমণ মেয়েদের উপরই হবে? একবারও দেখে না সেই মেয়েটির আয়নায় নিজের মুখ দেখতে ঠিক কতটা কষ্ট হয়। সমাজে এই পরিবর্তনটা আমাদেরই আনতে হবে। যে কারণে মেঘনা গুলজার ছপক বানিয়েছেন। যে কারণে এই সিনেমায় আমি অভিনয় করেছি’।