বিশ্ব মানবাধিকার দিবসেই মুক্তি পেতে চলেছে ছপক-এর ট্রেলার। ২০২০-র ১০ জানুয়ারি মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’। সেই ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১০ ডিসেম্বর। অ্যাসিড আক্রান্ত ভিকটিম লক্ষী আগরওয়ালের লড়াইয়ের কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই চরিত্রে পর্দায় দেখা দেবেন দীপিকা পাডুকোন। মার্চ মাসে দীপিকা যখন তাঁর ছবির ফার্স্ট লুক প্রকাশ করেন, তখন সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। মেক-আপের ছোঁয়ায় এক্কেবারে ভোল বদলে গিয়েছিল দীপিকা। সুপারস্টারের তকমা ছেড়ে তিনি ছাপোষা লক্ষী আগরওয়াল হয়ে উঠেছেন। খোদ লক্ষ্মী আগরওয়ালও স্বীকার করে নিয়েছিলেন যে, ঠিক যেন তাঁরই মতো লাগছে দীপিকাকে।
১০ ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। পরিচালক মেঘনা গুলজার বললেন ‘এমন দিনে ছবির ট্রেলার সামনে নিয়ে আসার জন্য আমি সত্যিই ধন্য!’ এর আগেই দীপিকা বলেছিলেন, এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। ছবির ট্রেলার দেখার জন্য যে বলিউডের অন্যান্য তারকারাও যে মুখিয়ে রয়েছেন তা ট্যুইটারে তাঁদের কমেন্টেই প্রকাশ পেয়েছে। ছবির আর এক অভিনেতা বিক্রান্ত মাসে বলেছিলেন, ‘কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে এরকম একটি সিনেমা’।এই ছবির সহ-প্রযোজক দীপিকা স্বয়ং এবং ফক্স স্টার স্টুডিয়ো।