এই মুহূর্তে গোটা বিশ্বে এখন ত্রাসের সৃষ্টি করেছে নোভেল করোনা। ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা পৌছেছে ১৬৯-তে। গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গোটা বিশ্বে মৃতের সংখ্যা পৌছেছে ৮৯৮৮তে। এই পরিস্থিতিতে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির গোটা টিম নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতা ফিরলেন পরিচালক সৃজিত মুখার্জি।মার্চ মাসের শুরুতেই নিজের আগামী ছবির শ্যুটিং-এর জন্য আফ্রিকা গিয়েছিলেন সৃজিত। সঙ্গে ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং আরিয়ান সহ আরও অনেকে। কলকাতা বিমানবন্দরে পা রাখতেই পরিচালক সৃজিত ও প্রসেনজিত নিজস্ব বাড়িতে আলাদাভাবে আইসোলেশনে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে।বিমানবন্দরে নেমেই সৃজিত জানালেন, ‘বিমানবন্দরে ফর্মে লিখতে হচ্ছে ফ্লু-এর মতো কোনও লক্ষণ আছে কি না। বিদেশ থেকে যাঁরা ফিরছেন তাঁদের জন্যে আলাদা গেট চিহ্নিত করা হয়েছে। ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই বলে রাজারহাটে আইসোলেশনে যাওয়া প্রয়োজন পড়েনি।তবে সাবধানতার জন্যে গোটা টিম আগামী ১৪ দিন বাড়িতেই সেল্ফ আইসোলেশনে থাকবে।’ এদিন সৃজিত ও প্রসেনজিত-দের দুবাই থেকে কলকাতাগামী বিমানে ছিলেন আরও ২৩৫ জন যাত্রী। যাদের মধ্যে ৩৫ জন যাত্রীকে করোনা সন্দেহে ইতিমধ্যেই বিমানবন্দর থেকে রাজারহাটের কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সৃজিত-প্রসেনজিত নয়, লন্ডন থেকে শ্যুটিং বন্ধ করে গতকালই কলকাতায় ফিরেছেন মিমি ও জিত। গতকাল সকাল ৭ টা ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দরে দেখা যায় মিমি ও জিতকে। আর সেইখানেই মাস্ক পড়ে জিতকে বাইরে বেরোতে দেখা গেলেও মিমির মুখে ছিল না কোনও মাস্ক। শুধুমাত্র জিত ও মিমি নয় গতকাল লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরেছেন বিশ্বনাথ বসু ও অভিষেক চ্যাটার্জীও। তাঁরা প্রত্যেকেই হোম আইসোলেশনে থাকছেন।
— Srijit Mukherji (@srijitspeaketh) March 19, 2020