নারীকেন্দ্রীক ছবি তাঁর বরাবর খুব পছন্দ। ফ্যাশন, কুইন, মণিকর্ণিকা ছবিগুলিতে কঙ্গনা রানাওয়াতের সেই পছন্দের কথাই প্রকাশ পেয়েছে বারবার। আবারও এক নারীর জীবনের লড়াইয়ের গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছে কঙ্গনা। কবাডি খেলোয়াড় থেকে রেলের চাকরি। এরপর স্বামী, ছেলে নিয়ে সংসার সামলে, চাকরি করে যেন পুরনো জীবনটাকেই ভুলে যাচ্ছিলেন জয়া নিগম। ফলে ক্রমশ নিরাশায় ডুবে যাচ্ছিলেন তিনি। অবশেষে স্বামী এবং ছেলের জোরাজুরিতে ভারতের কবাডি দলে ফিরলেন জয়া নিগম। এই জয়ার ভূমিকাতেই কঙ্গনাকে দেখা যাবে অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালত ‘পাঙ্গা’-তে। মুক্তি পেল এই ছবির ট্রেলার। এর আগে অশ্বিনী আইয়ার তিওয়ারি Nil Battey Sannata এবং Bareilly Ki Barfi-র মতো ছবি বানিয়েছেন। ট্রেলার দেখে নিঃসন্দেহে বলা যেতেই পারে স্বমহিমায় পরিচালকের আসনে ফিরে এসেছেন অশ্বিনী। ট্রেলারে কঙ্গনাকে দেখা যায় রেলের টিকিট বিক্রি করতে। কাবাডির তারকা হওয়ার বাস্তব আজ অনেকটাই পিছনে পড়ে গিয়েছে। কিন্তু জীবন যখন তাঁকে দ্বিতীয় সুযোগ দেয়, তখন তাঁর পাশে পান স্বামী ও ছেলেকে। লড়াই করে শেষ পর্যন্ত ভারতীয় কাবাডি দলে সুযোগও পেয়ে যান তিনি। কিন্তু ময়দানের লড়াইয়ে তিনি জয়ী হলেন কিনা তা দেখার জন্য ছবি মুক্তির অপেক্ষা তো করতেই হবে। ২০২০-র ২৪ জানুয়ারী ‘পাঙ্গা’ মুক্তি পাবে। কঙ্গনার বিপরীতে এই ছবিতে দেখা যাবে জসসি গিলকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রিচা চড্ডা ও নীনা গুপ্তা। কঙ্গনার মায়ের ভূমিকায় দেখা যাবে নীনাকে। সোমবার সন্ধেবেলা মুম্বইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘পাঙ্গা’-র প্রথম ট্রেলার লঞ্চ করলেন কঙ্গনা রানাওয়াত। এই ট্রেলার লঞ্চ ইভেন্টে এসে কঙ্গনা বললেন যে, ক্রিকেট নয়, ঐতিহাসিক ভাবে ভারতের প্রধান গ্ল্যামারাস স্পোর্ট কবাডি । কঙ্গনাকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, “ভারতবর্ষে সবসময় ক্রিকেটকেই বেশি গ্লোরিফাই করা হয়েছে, বাকি সমস্ত স্পোর্টকে অবহেলা করা হয়েছে । আপনার কি মনে হয় যে, ‘পাঙ্গা’ এই অবহেলিত খেলাগুলোকে হাইলাইট করবে ?” এই প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, “আমার মনে হয় না ক্রিকেটে এত গ্ল্যামার আছে । ব্রিটিশরাই এই খেলাকে এতটা গ্লোরিফাই করে রেখেছিল । ক্রিকেট খেলাটা একটা স্টেটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। কবাডিই ঐতিহাসিকভাবে ভারতের সব থেকে গ্ল্যামারাস স্পোর্ট । আর সেটা সেই সময়ের সব থেকে জনপ্রিয় স্পোর্টস ছিল । কারণ এই খেলা খেলতে কিছুই লাগে না, শুধুমাত্র একটা মাঠ দরকার আর দু’টো টিম দরকার ।”