‘দ্য হাঙ্গার আর্টিস্ট’, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ক্ষুধার্ত শিল্পী। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি। ছবিটি আগামীকাল অর্থাত্ ২৪ নভেম্বর ৫০তম গোয়া চলচ্চিত্র উত্সবে দেখানো হবে। একজন শিল্পীর ব্যক্তিগত অভিধানে ‘খিদে’শব্দটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কখনও উন্নতমানের শিল্পের খোঁজে আবার কখনও বা শিল্পের প্রেমে পড়ে সর্বহারা হয়ে দিনের পর দিন ক্ষুধার্ত থেকে গিয়েছেন অনেক শিল্পীই। সেই অর্থে কমলেশ্বর মুখোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের এই ছবি যে এক শিল্পী এবং শিল্পের রসায়নের ছকভাঙা গল্প বলবে, তা আন্দাজ করাই যায়। উল্লেখ্য, খ্যাতনামা জার্মান লেখক তথা চলচ্চিত্র পরিচালক ফ্রাজঁ কাফকার ছোট গল্প ‘আহাঙ্গার আর্টিস্ট’অবলম্বনে কমলেশ্বর তৈরি করেছেন ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’।