নিজের সুপারহিট নাচ ‘এক দো তিন’ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত৷ ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর জুটির জনপ্রিয় সিনেমা ‘তেজাব’। সেই ছবি যেমন সুপারহিট তেমনিই ছবির গানগুলিও ছিল একইরকমভাবে জনপ্রিয় ৷ এই ছবি নয় নয় করে ৩১ বছর পেরিয়ে এল। এন চন্দ্র এই ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন। এই ছবিতেই দর্শক পেয়েছিল লক্ষ্মীকান্ত প্যারেলালের পরিচালনায় বিখ্যাত গান ‘এক দো তিন’। তেজাব সিনেমা থেকেই রাতারাতি স্টার হয়েছিলেন মাধুরী। তাই এই ছবি তাঁর কাছে খুবই স্পেশাল। সেই জন্যই এই ছবির ৩১ বছর পূর্তিতে নস্টালজিক হয়ে পড়লেন মাধুরী। স্মৃতির ঝাঁপি নাড়িয়ে আরও একবার নেচে উঠলেন ‘এক দো তিন’-এর তালে। শুধু নিজে নাচলেন না, সঙ্গে সকলকে তাঁর তালে তাল মিলিয়ে নাচতেও বললেন। আর যে তাঁর তালে তাল মেলাতে পারবে তাঁর জন্য মাধুরী দীক্ষিতের পক্ষ থেকে থাকবে চমক। নাচের ভিডিও দিয়ে এমনই পোস্ট করলেন ধক ধক গার্ল। স্মৃতি উস্কে দিয়ে অনিল কাপুরও তেজাবের ৩১ -এ পূর্তিতে নস্টালজিক পোস্ট টুইট করেন।
#31yearsofTezaab, the film that gave @MadhuriDixit & I so much. I want to dedicate this year to the great Laxmikant of Laxmikant–Pyarelal & to the lion-hearted Late Dinesh Gandhi who backed N. Chandra’s vision which lead to it becoming a super hit blockbuster! @Javedakhtarjadu pic.twitter.com/svPx9feRjV
— Anil Kapoor (@AnilKapoor) November 11, 2019
https://youtu.be/MS5BLS2sIDM