কিংবদন্তি অভিনেত্রী নার্গিসের ৯৫তম জন্মবার্ষিকীতে ছেলে সঞ্জয় দত্তের আবেগপ্রবণ পোস্ট ইনস্টাগ্রামে। আজও তিনি মিস করেন মাকে। এবং আশা করেন যে তিনি ‘তাঁকে গর্বিত করেছেন’। শনিবার ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেছেন অভিনেতা। একটিতে মায়ের সঙ্গে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। অন্য ছবিতে নার্গিসের তরুণীবেলার ছবি। ক্যাপশনে লেখা, ”শুভ জন্মদিন মা। আমি তোমাকে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে মিস করি। আশা করি তুমি আমার সঙ্গে আছো। তুমি আমার যে জীবন চেয়েছিলে, আমি সেরকম হতে পেরেছি। এবং আশা করি আমি তোমাকে গর্বিত করেছি। তোমাকে ভালবাসি। তোমাকে মিস করি মা। ”