নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত বাংলাদেশের অভিনেতা কাজী মারুফ ও তাঁর স্ত্রী

করোনা মোকাবিলায় বহু আগেই নিউ ইয়র্ক শহর লকডাউন করা হয়েছে। এখন পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ১২ হাজার ৫৬০ জন। আর মৃত্যু হয়েছে ১৮৭৮ জনের। এরমধ্যে নিউ ইয়র্কের অবস্থা ভয়াবহ। এই শহরে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ৭২৮ জনের। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে আছেন বাংলাদেশের অভিনেতা কাজী মারুফ। তাঁর স্ত্রীও রয়েছেন সেখানে। লকডাউন থাকা সত্ত্বেও মারুফের স্ত্রী বাজারে যান। তার পরদিন থেকেই তাঁর স্ত্রী গলা ব্যথা, প্রচন্ড জ্বর এবং ডায়েরিয়ায় কাহিল…এই সবই করোনার লক্ষণ। তারপরই মারুফেরও জ্বর, গলা ব্যথাসহ করোনার নানা উপসর্গ দেখা দেয়। আপাতত তাঁরা দুজন এখন দুটি আলাদা রুমে আইসোলেশনে আছেন। তাঁদের দুই সন্তানও আইসোলেশনে রয়েছে। আপাতত তাঁদের আরও চারদিন পর্যবেক্ষণে থাকতে হবে। মারুফের স্ত্রী বাজারে যাওয়ায় সেখান থেকেই হয়ত তিনি সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *