ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবিতে দেখা গিয়েছিল শাকিব খানকে। ২০১৮ সালে সেই ছবি মুক্তি পেয়েছিল। বছরের সেরা ছবিগুলোর একটি ছিল ভারতীয় তামিল সিনেমা ‘আনজান’ অবলম্বনে নির্মিত ‘ক্যাপ্টেন খান’। ছবিতে শাকিবের নায়িকা ছিলেন শবনম বুবলী। প্রায় দুই বছর পর আবারও সুমনের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন শাকিব। এমন খবরই উড়ে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে। জানা যাচ্ছে, নাম ঠিক না হওয়া ছবিটিতে শিগগিরই চুক্তিবদ্ধ হবেন শাকিব খান। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসা জাহারা মিতুকে। সবকিছু ঠিক থাকলে ‘আগুন’ সিনেমার পর এটি হবে শাকিব-মিতু জুটির দ্বিতীয় ইনিংস। এ খবর সম্পর্কে নিশ্চিত হতে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এখনই আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। শাকিব খানকে নিয়ে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। এ বিষয়ে তার সঙ্গে আলাপ হয়েছে। তিনি আগ্রহ প্রকাশ করেন গল্প ও চরিত্র পছন্দ হওয়ায়। তবে চূড়ান্ত কিছু এখনও হয়নি। মিতুর সঙ্গেও তাই। আলাপ হয়েছে মাত্র।’ তিনি জানান, ‘চিত্রনাট্য তৈরির কাজ চলছে। দু-একদিনের মধ্যে এটি হাতে আসবে। সেটি নিয়ে নায়ক-নায়িকার সঙ্গে বসবো। ব্যাটে বলে মিললে ছবির নামসহ আনুষ্ঠানিক ঘোষণা তখনই দিতে চাই।’ এ নিয়ে মিতু বলেন, ‘শুধু আমাকে প্রস্তাব দেয়া হয়েছে ছবিটির ব্যাপারে। এখনো চিত্রনাট্য হাতে পাইনি। সেরকম উল্লেখ করার মতো আলোচনাও কছু হয়নি। তবে শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধার সুযোগ হলে সেটা অবশ্যই দারুণ কিছু হবে আমার জন্য। দেখা যাক কী হয়।’ জানা গেছে, ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সুমন-শাকিব জুটির ‘ক্যাপ্টেন খান’ ছবির চিত্রনাট্যকারও ছিলেন তিনি।