বকেয়া টাকা নিয়ে ফের সমস্যা টেলি পাড়ায়। রাণী রাসমণি, দেবী চৌধুরাণী, মহাপীঠ তারাপীঠ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। প্রযোজক সুব্রত রায়ের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ আনছেন কলাকুশলীরা। সুব্রত রায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিকগুলির শ্যুটিং আপাতত বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। সুব্রত রায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে করুণাময়ী রাণী রাসমণি, দেবী চৌধুরাণী, মহাপীঠ তারাপীঠ ও মা মনসা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিকগুলির কলাকুশলীদের বকেয়া টাকা বাকি রাখা হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। যদিও ধারাবাহিক গুলির বেশকিছু এপিসোডের ব্যাঙ্কিং রয়েছে বলেই জানা যাচ্ছে।