দীপিকা, প্রিয়াঙ্কা, আলিয়া, করিনা, সবার প্রিয় অ্যাক্সেসরি ফ্যানি প্যাক। এবছর এটাই পুজোয় ট্রেন্ডিং। হাজার টাকা খরচ করলেই এবার পুজোয় আপনার ফ্যাশনে থাকতে পারে বলিউডি ছোঁয়া। কোনও আউটফিট নয়, ছোট্ট একটা ব্যাগ। কোমরে বেঁধে নিলেই হয়ে উঠবেন হট। দীপিকার ফ্যানি প্যাকের কালেকশন লোভনীয়। বিশেষ করে তাঁর গুচির কালো ফ্যানি প্যাক নিয়ে তো মাসকয়েক আগে হইচই পড়ে গিয়েছিল। কেন? না, সেই ব্যাগের দাম মাত্র ১ লাখ ২০ হাজার টাকা! করিনা কাপুর, দিশা পাটানি, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্ডেজ, কঙ্গনা রানাউত, শ্রদ্ধা কাপুর, কৃতী স্যানন, কিয়ারা আডবানী- সবার কোমরে শোভা পাচ্ছে ফ্যানি প্যাকের নানা কালেকশান ।