বাংলাদেশে আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে জয় বাংলা কনসার্ট। প্রতি বছরের মতো এবারেও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা এই কনসার্টের আয়োজন করেছে। মুজিববর্ষে বিশেষ আয়োজনে বনানী আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক উত্তাল ভাষণ স্মরণ করে দিনটি ঠিক করা হয়েছে। জয় বাংলা কনসার্টের রেজিস্ট্রেশন শিগগির শুরু হবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকছে এ বছরও। রেজিস্ট্রেশনের মাধ্যমে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকছে। মুজিব বর্ষ উপলক্ষে এবারের কনসার্টে থাকছে অনেক জমকালো আয়োজন। এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় বেশ কয়েকটি ব্যান্ড দল। কনসার্টে থাকছে ফুয়াদ এন্ড ফ্রেন্ডস, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য, নেমেসিস, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, চিরকুট, মিনার, লালন এবং এফ মাইনর। এছাড়াও কনসার্টে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।