খাস শহরের বুকে বয়স্ক মানুষদের রহস্যজনক খুন বোধহয় সত্যি সত্যিই ভাবিয়ে তুলেছে টলিউডের পরিচালকদের। সেই ভাবনাই তাঁদের ছবির বিষয়বস্তুর মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। শিবু-নন্দিতার ছবি ‘গোত্র’-তেও ধর্ম ভেদাভেদের পাশাপাশি এই বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। এবার সেরকমই এক বিষয় সিনেপর্দায় উঠে আসছে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত ধরে। গতবছরই ‘আগন্তুক’-এর ঘোষণা করেছিলেন ইন্দ্রদীপ। এবার প্রকাশ্যে এল সেই ছবিরই প্রথম পোস্টার। বয়স্কা এক মহিলার অবতারে ধরা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর আগামী ছবি ‘আগন্তুক’-এর পোস্টার শেয়ার করলেন সোহিনী। সেখানে দেখা যাচ্ছে, কোঁচকানো ত্বক, পাকা চুল, চোখে চশমা দেওয়া এক বয়স্কা মহিলা স্থির দৃষ্টিতে দরজার এপারে উঁকি দিচ্ছেন। তাঁর চেহারায় বার্ধ্যকের ছাপ স্পষ্ট। এক নজরে দেখে চেনা দায় যে ইনি সোহিনী সরকার। ওই একই পোস্টারে সোহিনীর সঙ্গে দেখা গেল আবির চট্টোপাধ্যায়কেও। ব্যোমকেশের পর এই ছবিতে ফের জুটি বাঁধলেন আবির ও সোহিনী। আবীর এবং সোহিনি ছাড়াও অভিনয় করছেন সুজন মুখোপাধ্যায়, মৌসুমী, দেবলীনা কুমার এবং দামিনী বেনী বসু। সংগীত পরিচালনা করেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজেই। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং ক্যামেরার নেপথ্যে শীর্ষ রায়। ‘কেদারা’র পর এবার থ্রিলার ঘরানায় হাত পোক্ত করতে চলেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। থ্রিলার যে বাঙালি সিনেদর্শকরা এখন বেশ চেটেপুটেই উপভোগ করছেন, তা বক্স অফিসে উপচে পড়া সাফল্য দেখলেই বেশ বোঝা যায়। অতঃপর প্রথম ছবিতেই যিনি জাতীয় পুরস্কার জিতে বাজিমাত করেছেন, তাঁর দ্বিতীয় ছবি নিয়ে যে দর্শকদের খানিক উৎসাহ এবং কৌতূহল থাকবেই, তা বলাই যায়। উপরন্তু যোগ হয়েছে ‘থ্রিলার ফ্যাক্টর’। ব্যস! রহস্য-রোমাঞ্চে ভরপুর ‘আগন্তুক’-এর প্লট, বাঙালি সিনেদর্শকদের জন্য নয়া উপহার। শোভারানী বসু নামে এক প্রৌঢ়া মহিলাকে নিয়ে গল্প ‘আগন্তুক’-এর কাহিনি। হঠাৎ এক সকালে নিজের ফ্ল্যাটে যাঁর মৃতদেহ উদ্ধার হয়। গল্পের শুরু এখান থেকেই। এটা কি খুন না আকস্মিক দুর্ঘটনা? গল্প এগনোর সঙ্গে সঙ্গেই খুলবে সেই রহস্যের জট। সোহিনীকে এই কাহিনির মুখ্য চরিত্রে দেখা যাবে। তরুণী, মধ্যবয়স্কা এবং প্রৌঢ়া- জীবনের এই ৩টি পর্যায়েই দেখা যাবে অভিনেত্রীকে। চলতি বছরেরই এপ্রিল মাসে মুক্তি পাবে ‘আগন্তুক’।