আগামী পয়লা বৈশাখের দিন মুক্তি পেতে চলেছে সোকর্য ঘোষাল পরিচালিত ‘রক্তরহস্য’। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন কোয়েল মল্লিক। তার চরিত্রের নাম স্বর্ণজা। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, সুদীপা বসু, উজ্জ্বল মালাকার, ঋতব্রত মুখোপাধ্যায়ের মত অভিনেতা অভিনেত্রীদের। ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল। তবে তার আগে ছবির বিষয়বস্তু, ভাবনা তুলে ধরা হচ্ছে বিভিন্ন টিজারের মাধ্যমে। কিছুদিন আগে ‘রক্তের সম্পর্ক ঠিক কাকে বলে?’ তা নিয়ে প্রকাশ্যে আনা হয়েছিল একটি টিজার। এবারে টিজারের বিষয়ে মনের না বলে কথা আর চিঠি লেখা। প্রযোজনা সংস্থার তরফে একটি ভিডিও টিজার প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন স্তরের মানুষকে প্রশ্ন করা হচ্ছে, ‘এমন কোনও মনের কথা আছে যা কখনও কাউকে বলতে পারেননি? চিঠিতে কখনও মনের কথা লিখেছেন?’ সব শেষে প্রশ্ন করা হয় ‘ভগবানকে চিঠিতে কী লিখবেন?’ এই প্রশ্নের উত্তরে মানুষ কী বললেন সেটাই তুলে ধরা হয়েছে টিজারে। এই সোশ্যাল মিডিয়ার যুগে চিঠির গুরুত্ব কতোটা সে কথাও উঠে এল মানুষের মুখে। তবে ‘রক্তরহস্য’-এ রক্তের সম্পর্ক থাকলেও, ছবির সঙ্গে চিঠির সম্পর্কটা রহস্যই থেকে রেখে দিলেন পরিচালক।