প্রকাশিত হল ‘ভূত: পার্ট ওয়ান – দা হন্টেড শিপ’ ছবির নতুন পোস্টার। জুন মাসে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম পোস্টার। সেই পোস্টারে দেখা গিয়েছিল ছবির প্রধান অভিনেতা ভিকি কৌশলের আতঙ্কিত মুখ। যা আক্ষরিক ভাবেই যেন হাড় হিম করে দেয়। ছবির পোস্টারে দেখা গিয়েছিল ভাঙাচোরা জানালায় ভিকি কৌশলের আতঙ্কে চিত্কার করা মুখ, তাঁর গলা চেপে আছে এক মহিলা হাত। তবে প্রথম পোস্টারটির থেকে এই পোস্টার কোনও অংশেই কম ভয়ের নয়। প্রথম পোস্টারের মতো এটি দেখেও আপনার শিড়দাঁড়া দিয়ে ভয়ের চোরা স্রোত বয়ে যাবে।এই ছবিতে ভিকি ছাড়াও রয়েছেন ভূমি পেদনেকর। মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। প্রযোজক করণ জোহরের ভূত ফ্র্যানচাইজির প্রথম ছবি এটি। তিনি নিজেই নতুন এই পোস্টার শেয়ার করলেন তাঁর টুইটার হ্যান্ডেলে। নতুন এই পোস্টারে দেখা যাচ্ছে ভিকি ডুবে যাওয়া জাহাজ থেকে আপ্রাণ বেরোনোর চেষ্টা করছেন কিন্তু এক প্রেতাত্মা তাকে জলের ভিতরে টেনে ধরে রাখছে।