একের পর এক হিট ছবি দিয়ে বাংলা সিনেমার দর্শককে আপ্লুত করেছেন পরিচালকজুটি শিবপ্রসাদ-নন্দিতা। বারবারই এই পরিচালকদ্বয় বাস্তবকে প্রেক্ষাপট করে এগিয়ে নিয়ে গেছেন ছবির গল্প। সেই কারনেই বোধহয় খুব সহজেই দর্শকের মন জয় করতে পেরেছেন তাঁরা। গতকালই মুক্তি পেয়েছে তাঁদের নতুন সিনেমা ‘গোত্র’। সিনেমার আপাদমস্তক জুড়ে রয়েছে জাতি-ধর্ম নির্বিশেষে মনুষ্যত্বের কথা। ধর্ম, জাতপাত গোত্রের বাইরে মানুষের প্রথম পরিচয় যে মনুষ্যত্ব এই সত্যটিকে মান্যতা দিয়েই চিত্রনাট্যের সমাপ্তি ঘটে। একাকী, বয়স্কা মুক্তিদেবীর (অনসূয়া মজুমদার) দেখাশোনার জন্য প্রবাসী সন্তান অনি (সাহেব চট্টোপাধ্যায়) বাড়িতে নিয়ে আসে তারেক আলি(নাইজেল আকারা) নামের জেলখাটা এক আসামীকে। কারণ, তারেক সত্যিই সাধারণ সুস্থজীবনে ফিরতে চায়। গোবিন্দর মন্দির-সহ গোবিন্দধামে তারেকের ঠাঁই হয় ‘তারক গুহ’ নামে। ঘটনার পরস্পরে এবং পারিপার্শ্বিকতার নানা ঘটনার সত্যিই তারেক আলি মুক্তিদেবীর হৃদয় জয় করে তাঁর সন্তান হয়ে ওঠে। তাঁর গোত্র হয় ‘মনুষ্যত্ব’। ছবির অন্যান্য চরিত্রে দেখা যায় খরাজ মুখার্জী, মানালী দে, অম্বরীশ ভট্টাচার্য, বাদশা মৈত্র প্রমুখকে।