নিজের প্রিয় তারকার কাছাকাছি পৌঁছতে চায় সব ভক্তরাই। আর তার জন্য প্রথমেই তাঁরা বেছে নেয় সোশ্যাল মিডিয়াকে। তারকাদের নামে থাকা অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ভক্তরা। অনেক সময়েই সেই অ্যাকাউন্ট ভুয়ো বলেও জানা যায়। যার ফলে বিপাকে পড়তে হয় তারকদের। ঠিক এমনই বিপাকে পড়তে হয় ভিকি কৌশলকে। সম্প্রতি একটি সাক্ষাত্কারে ভিকি জানান, শ্যুটিংয়ের জন্য বাইরে ছিলেন তিনি। ওই সময় আচমকাই তাঁর বাড়িতে হাজির হন এক মহিলা। সোজা তাঁর অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন মহিলা ভক্ত। সেখানে গিয়ে তিনি জানান, ফেসবুকে দীর্ঘদিন ধরে ভিকির সঙ্গে নিয়মিত চ্যাট করেন তিনি। ভিকিই তাঁকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ওই মহিলার কথা শুনে সন্দেহ হয় ভিকি কৌশলের বাবা-মায়ের। কারণ তাঁরা জানতেন সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় ছিলেন না ভিকি। এরপর ভিকিকে ফোন করে সমস্ত ঘটনার কথা জানান তাঁরা। এরপর ভিকি দেখেন, ফেসবুক জুড়ে তাঁর নামে বেশ কয়েকটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঐ অ্যাকাউন্টগুলির একটি থেকেই ওই মহিলার সঙ্গে কেউ সমানে চ্যাট করে গিয়েছেন। যার জেরে বিপদে পড়তে হয় খোদ অভিনেতাকে। ওই মহিলা ভক্ত প্রথমে ভিকির নামে ভুয়ো প্রোফাইলের কথা বিশ্বাস করতে চাননি। অনেক কষ্টে তাঁকে বোঝানো হয় যে এতদিন কোনও ভুয়ো ব্যক্তির সঙ্গে ভিকি ভেবে কথা বলে গেছেন। ভিকি জানান, এই একটা অভিজ্ঞতা বাদে, ফ্যানদের সঙ্গে তাঁর অন্য সব সাক্ষাত্ খুবই ভালো ছিল।