প্রয়াত মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী শওকত কাইফি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার মুম্বইয়ের জুহুর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বেলা তিনটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বিখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমির স্ত্রী ছিলেন শওকত। শাবানা আজমির মা ছিলেন তিনি। ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশন (আইপিটিএ) ও প্রগেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন (পিডব্লিউএ)-এর সঙ্গে যুক্ত ছিলেন শওকত কাইফি। এই দুই সংগঠনে স্বামী কাইফি আজমির পাশাপাশি তাঁরও বড় ভূমিকা ছিল। বহু নাটকে তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বলি দুনিয়াতেও যথেষ্ট স্বনামধন্যা অভিনেত্রী ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মুজফ্ফর আলির ‘জান’, সাগর সথাদির ‘বাজার’, এমএস সাথ্যুর ‘গরম হাওয়া’। এছাড়াও ‘উমরাও জান’, ‘সলাম বম্বে’, ‘হাকিকত’, ‘হীর রানঝা’, ‘নয়না’, ‘ফ্যায়সলা’র মতো অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন, চেতন আনন্দ, মীরা নায়ারের মতো পরিচালকের সঙ্গে। বড় পর্দায় শেষ তাঁকে দেখা গিয়েছে, ২০০২ সালে মুজাফ্ফর আলির ছেলে শাদ আলির পরিচালিত ‘সাথিয়া’ ছবিতে। জামাই জাভেদ আখতার বলেন, ‘উনি ছিলেন আমার মায়ের মতো। গত তিন-চার বছর ধরে আমাদের সঙ্গেই থাকতেন। উনি না থাকলে, শাবানার সঙ্গে আমার বিয়েটাই হয়তো হতো না। উনি আমাদের উৎসাহিত করেছিলেন। তিনি শুধু কারও শাশুড়ি মা ছিলেন না। আরও বড় কিছু ছিলেন– একাধারে চলচ্চিত্র ও মঞ্চের অভিনেত্রী। স্বামীকে নিয়ে বই লিখেছেন। ছিলেন অত্যন্ত অতিথি পরায়ণ। তাঁকে আমরা গোটা পরিবার মিস করব।’ তাঁর প্রয়াণে সিনেদুনিয়া ও নাট্যজগতে নেমে এসেছে শোকের ছায়া।