অনেক ছোট বয়সে মাতৃহারা হয়েছেন অর্জুন কাপুর। বড় হয়েছেন বোন আর বাবার সঙ্গে। মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার স্মৃতি, আদর, ভালোবাসা সব জড়িয়ে। মা-ছেলের সেই মুহূর্তগুলো বড়ই কষ্ট দেয় তাঁকে। খুব আক্ষেপ করেন তাঁর বেড়ে ওঠা মা দেখতে পেলেন না। খুব ইচ্ছে করে মায়ের থেকে বেটা ডাক শুনতে। তিনি এখনও ভাবেন ঘুম ভাঙলেই দেখতে পাবেন মাথার সামনে মা দাঁড়িয়ে রয়েছে। খারাপ মুহূর্তে মাকে কাছে না পেয়ে তাঁর খুব কষ্ট হয়। নিজের সঙ্গে নিজেই কথা বলেন। নিজেই ধরে নেন, মা যেখানে আছেন ভালোই আছেন। সম্প্রতি নিজের ট্যুইটারে খুব সুন্দর একটি চিঠি শেয়ার করেছেন তিনি। যা তাঁর ১২ বছর বয়সে মাকে উদ্দেশ্য করে লেখা। সেই চিঠিতে রয়েছে কাঁচা হাতের অক্ষরে লেখা একটি কবিতা। যেখানে অর্জুন তাঁর ১২ বছর বয়সে মায়ের প্রতি তাঁর যে ভাবনা ছিল তা প্রকাশ করেছেন।