রামায়ণ-মহাভারতের পাশাপাশি পর্দায় ফিরছে সাকার্স-ব্যোমকেশ বক্সিও

করোনা থেকে দেশবাসীকে বাঁচাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশ। আর এই পরিস্থিতিতে গৃহবন্দি দেশবাসীর জন্য দূরদর্শনে ফের ফিরতে চলেছে নস্ট্যালজিয়া। জনসাধারণের অনুরোধে রামানন্দ সাগরের রামায়ণ পুনঃসম্প্রচার হচ্ছে, একথা আগেই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর। রামায়ণ-এর পাশাপাশি দেখানো হবে বি আর চোপড়ার মহাভারত সহ বেশ কিছু পুরনো ধারাবাহিক। সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত ও রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত রামায়ণ, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ও সন্ধে ৭টা থেকে রাত৮টা পর্যন্ত মহাভারত দেখা যাবে। এই তালিকায় আছে শাহরুখ অভিনীত তাঁর ডেবিউ টিভি শো সার্কাস-ও। ১৯৮৯ সালে দূরদর্শণের এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশন জগতে প্রথম কাজ শুরু করেন বলিউডের বাদশা। ২৮ মার্চ সন্ধে ৮টা থেকে শাহরুখ অভিনীত সার্কাস ধারাবাহিক দেখা যাবে ডিডি ন্যাশানালের পর্দায়।  শুধু সার্কাসই নয়, রজত কাপুররে জনপ্রিয় ব্যোমকেশ বক্সিও ফের টেলিকাস্ট করবে এই জাতীয় চ্যানেল। টুইটে জানানো হয়েছে, ফের শুরু হবে #ByomkeshBakshi । ২৮ মার্চ থেকে সকাল ১১টায় দেখা যাবে শুধুমাত্র ডিডি ন্যাশানালে। তথ্য ও সম্প্রচার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই বিষয়ে জানিয়েছেন, বর্তমানে বিনোদনের নানা মাধ্যম থাকলেও রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ, মালগুডি ডেইজ-এর মতো পুরনো সিরিজগুলো এখনও মানুষ ভুলতে পারেননি। তাই দর্শকদের দাবিতে আবারও টিভির পর্দায় ফিরতে চলেছে এই নস্টালজিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *