দীর্ঘ ৪৫ বছরের অভিনয় জীবন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের। এই দীর্ঘ যাত্রায় বিভিন্ন ধরণের চরিত্রে তিনি অভিনয় করেছেন। এবার রজনীকান্ত এক রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করলেন। সম্প্রতি মুক্তি পায় রজনীকান্তের আগামী ছবি ‘দরবার’-এর ট্রেলার। প্রায় ২৫ বছর পর পুলিশের চরিত্রে দেখা যাবে এই সুপারস্টারকে। তবে ট্রেলারে তাঁকে দেখানো হল এক নিয়ম নীতিহীন পুলিশের ভূমিকায়। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে ৭০ বছর বয়সী অভিনেতা তাঁর এই ইচ্ছের কথা জানান। তিনি বলেন, ‘সব জঁরের ছবিতে অভিনয় করেছি আমি। ৪৫ বছরে ১৬০টি ছবি রয়েছে আমার ঝুলিতে। কিন্তু এবার এক রূপান্তরকামীক চরিত্রে অভিনয় করতে চাই।’