শ্যুটিং শুরু সিয়ামের পরবর্তী ছবির

অবশেষে গুঞ্জনকে সত্যি করে ‘স্বপ্নবাজি’র নায়ক হচ্ছেন সিয়াম। ফ্যাশন জগতের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। তরুণ নির্মাতা রায়হান রাফির তৃতীয় সিনেমা এটি। সিয়াম আহমেদ ছাড়াও এই সিনেমায় কাজ করছেন পিয়া জান্নাতুল, মাহিয়া মাহি, জান্নাতুল ফেরদৌস এশী। পি এইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন পিয়াল হোসাইন। চলতি বছরেই মুক্তি পেতে পারে সিনেমাটি।