প্রবল শ্বাসকষ্ট নিয়ে ১১ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছরের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। প্রথম কয়েকদিন চিন্তার প্রহর গুনতে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালে লতাকে দেখতে যান চিত্রনির্মাতা মধুর ভান্ডারকর। সুর সম্রাজ্ঞীকে দেখে এসে নিজের সোশ্যাল মিডিয়ায় মধুর জানান, ‘লতা দিদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতায় আশীর্বাদ ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।’এর আগে, লতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন MNS প্রধান রাজ ঠাকরে। তিনি জানিয়েছিলেন, ‘লতা মঙ্গেশকর এখন স্থিতিশীল। ৪-৫ দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ মধুরের পোস্ট দেখার পর আনন্দ প্রকাশ করেছেন লতার ভক্তরা। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Visited the Hospital to see @mangeshkarlata didi glad to inform that she is stable and responding positively to the treatment. Thanks everyone for countless blessings & prayers for her speedy recovery 🙏
— Madhur Bhandarkar (@imbhandarkar) November 19, 2019