হলিউডে একে একে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ফের এক হলিউড অভিনেতার জীবনে কোপ পড়ল করোনার। করোনা কেড়ে নিল স্টিভেন স্পিলবার্গের ছবি জসের অভিনেত্রী লি ফিয়েরোর প্রাণ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। ম্যাসাচ্যুসেটসের আইল্যান্ড মার্থার ভিনিয়ার্ডের বাসিন্দা ছিলেন লী। তবে সম্প্রতি ওহাইওতে বসবাস করছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। ১৯৭৫ সালে স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জস’ লি ফিয়েরোকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এনে দেয়। তাঁকে মূলত ‘জস’ ছবির নায়িকা হিসেবেই মনে রেখেছে দর্শক। জস ছবির চিফ মার্টিন ব্রডিকে চর মারার দৃশ্যটি আজও মনে রেখেছে দর্শক। লীয়ের এই দৃশ্য ভোলার নয়। আইভেন থিয়েটার ওয়ার্কশপের শিল্প বিভাগের পরিচালক এবং বোর্ডের সভাপতি কেভিন রায়ান জানিয়েছেন, “লি সম্পর্কে এক কথায় বলতে গেলে বলব উনি তাঁর কাজের প্রতি দায়বদ্ধ ছিলেন। তাঁর অভিনয়সত্ত্বা, পরিচালনা ও ব্যবসায়ীক চিন্তাধারাকে আমি দেখেছি। তারপরে আমরা বন্ধুও হয়েছি। তিনি আমার শিক্ষক এবং পরামর্শদাতা।” তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে।