২৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ বিকেলে নিজেই টুইট করে একথা জানিয়েছেন লতা মঙ্গেশকর। টুইট করে লতা লিখেছেন, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিউমোনিয়ার চিকিত্সা চলছিল তাঁর। আপাতত ভালোই রয়েছেন লতা মঙ্গেশকর। যে চিকিত্সকদের দায়িত্বে তিনি ছিলেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন লতা। পাশাপাশি নিজের অসংখ্য ভক্তকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। লতা বলেন, চিকিত্সকরা চেয়েছিলেন যাতে একদম সুস্থ হয়ে বাড়ি ফিরি আমি। তাই ২৮ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছি। সব ডাক্তার এবং নার্সরা ভীষণ যত্নের সঙ্গে খেয়াল রেখেছিলেন আমার। যাঁরা আমার আরোগ্য কামনা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আপনাদের আশীর্বাদেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছি।
Namaskaar,
A special thank you, again to the team of doctors who treated me with utmost care and love.
Dr. Pratit Samdani, Dr. Ashwin Mehta, Dr. Zareer Udwadia, Dr Nishit Shah, Dr. Janardan Nimbolkar and Dr. Rajeev Sharma.— Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019