বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে যে বিক্ষোভ দেখা যাচ্ছে তার পাশে দাঁড়িয়েছিলেন অনুরাগ কশ্যপ। মোদী সরকার এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সমালোচনা করে বার বার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। যার খেসারতও দিতে হয়েছে তাঁকে। সম্প্রতি টুইটারে অনুরাগের ফলোয়ারের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার থেকে এক ধাক্কায় নেমে এসেছিল ৭৫ হাজারে। এবার বলিউডের এই জনপ্রিয় পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ দিকে, অনুরাগের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরুর একটি প্রতিবেদন টুইট করে সমাজকর্মী যোগেন্দ্র যাদব লিখেছেন, ‘CAB-র বিরুদ্ধে মুখ খুলে CBI তদন্তের মুখে পড়েছেন।’ গত ২৩ ডিসেম্বর সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার তরফে ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন (NFDC)-র ডাইরেক্টর (ফাইন্যান্স)-এর কাছে একটি চিটি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, কর্পোরেশন, সান টিভি, ইউএফও মুভিজ, অনুরাগ কশ্যপ ফিল্মসের অজ্ঞাত পরিচয় আধিকারিক এবং অন্যান্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এই তদন্তে সহযোগিতার জন্য NFDC-র থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। NFDC নিয়ম লঙ্ঘন করে অনুরাগ কশ্যপ-সহ কয়েকজন পরিচালককে অনৈতিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকী তাঁদের অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই বিষয়ে অভিযোগ জানানোর পরে প্রাথমিক তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।