দীর্ঘদিন লিভ-ইন রিলেশনে থাকার পর বৃহস্পতিবার বিয়ে করেন দীপঙ্কর দে ও দোলন রায়।মূলত রেজিস্ট্রি বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের পরের দিনই শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতা নিয়েই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তাঁকে দেখছেন ফুসফুস বিশেষজ্ঞ অংশুমান মুখোপাধ্যায় ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক সুশ্রুত বন্দ্যোপাধ্যায় । তিনি আগের থেকে অনেকটাই ভাল আছেন বিকেলের দিকে তাঁকে জেনারেল বেডে শিফট করা হতে পারে বলেই জানা গিয়েছে। গতকালই সন্ধে ৬.৪০ মিনিটে সল্টলেকের এক বেসকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর অসুস্থতার খবর পেয়ে বেশ চিন্তিত ছিল টলি পাড়া । তবে আজ সুখবর দিলেন দোলন রায় । জানালেন যে, অনেকটা স্টেবল আছেন অভিনেতা । দোলন বললেন, “আজ স্টেবল আছে, ভালো আছে । অনেক টেস্ট হয়েছে, সবই শ্বাসকষ্ট রিলেটেড । এখন শ্বাসকষ্ট কমেছে । কালকের থেকে অনেকটাই বেটার আছে। ICCU-তে নেই এখন । তবে আইসোলেশনে রয়েছে । আজ বিকেলে জেনারেল বেডে দিয়ে দেওয়া হবে মনে হয় ।” আগের থেকে অনেকটা সুস্থ হলেও এখনই বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না দীপঙ্করকে । হাসপাতালের নিয়মিত মনিটরের মধ্যেই রাখা হবে তাঁকে।