ফের একবার জামাই রূপে দেখা যাবে হচ্ছেন অভিনেতা হিরণকে। নিহাল দত্ত পরিচালিত ‘জিও জামাই’ ছবি দিয়ে অনেক দিন পরে আবার বড় পর্দায় পাওয়া যাবে তাঁকে। আগামী বছর ছবিটি মুক্তি পাবে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, মৌমিতা চট্টোপাধ্যায়। পুরো ছবির শ্যুটিং হয়েছে ভাইজাকের বিভিন্ন লোকেশনে। ছবির সংগীত পরিচালনা করেছেন দেব সেন। আপাতত দুটো গানের শ্যুটিং বাকি। কলকাতায় হবে এই গানের শ্যুটিং। এই ছবিতে হিরণের চরিত্রের নাম আদিত্য রায়। মহিলা অধ্যুষিত এক কোম্পানিতে হঠাত্ চাকরির সুযোগ পায় আদিত্য রায়। ডিভোর্সি বাবা-মায়ের সন্তান আদিত্য বড় হয়েছে কাকার কাছে। নতুন চাকরির জায়গা তার আলাপ হয় দিয়ার সঙ্গে। আলাপ ভালোবাসায় গড়াতে সময় নেয় না। আপাতদষ্টিতে সুখী পরিবারের মেয়ে দিয়া। এই বিষয়টাও আকর্ষণ করে আদিকে। কিন্তু খোঁজ নিয়ে সে জানতে পারে, বাইরে থেকে যা দেখা যায়, তা সবসময় সত্যি হয় না। তা হলে সত্যিটা কী? দিয়া চরিত্রে রয়েছেন ঈশানী ঘোষ। কমেডিতে ঠাসা মৌলিক গল্পের উপর তৈরি পারিবারিক ছবি ‘জিও জামাই’। ‘জামাই ৪২০’, ‘জামাই বদল’ ছবির পর এবার ‘জিও জামাই’ দিয়ে ফের দর্শকের মন মাতাতে আসছেন হিরণ।