চেন্নাইয়ে ইন্ডিয়ান-২’র শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় নিহত তিন জনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা কমল হাসান। নিহতদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অপর দু-জন টেকনিশিয়ান। বুধবার শ্যুটিং চলাকালীন রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উঁচু ক্রেন ভেঙে এই মর্মাম্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আরও ১০জন জখম হয়েছেন। শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে কমল হাসান জানান, ইন্ডিয়ান টু ছবির শ্যুটিং সেটে যে দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তিনি দুঃখিত। ওই দুর্ঘটনায় তাঁদের যে ৩ বন্ধু প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেন কমল হাসান। পাশাপাশি মৃতদের পরিবারকে নগদ ১ কোটি করে সাহায্য দেওয়া হবে বলেও আশ্বাস দেন বর্ষীয়ান এই অভিনেতা। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান কমল হাসান। অভিনেতার কথায়, ‘এই দুর্ঘটনা তাঁর কাছে সুনামির মতোই…।’ তিনি ট্যুইটার পোস্টে লেখেন, ‘গতকাল ইন্ডিয়ান-২-র সেটে যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটে গিয়েছে, তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। আমি জীবনে অনেক বার অনেক দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু, বুধবারের এই দুর্ঘটনা ছিল ভয়ংকর। আমি আমার তিন সহকর্মীকে হারিয়েছি।’ বরাত জোরে তিনি ও ছবির পরিচালক শংকর যে বেঁচে গিয়েছেন, সে কথাও জানিয়েছেন কমল হাসান। মাত্র চার সেকেন্ড এদিক ওদিকের জন্য তাঁরা এ যাত্রায় রক্ষা পেয়েছেন। কমল হাসানের প্রোডাকশন হাউস থেকে মেগা বাজেটের এই ছবিটি তৈরি হচ্ছে। কমল হাসানের পাশাপাশি ছবির নায়িকা কাজল অগরওয়ালও ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ইন্ডিয়ান টু ছবির শ্যুটিংয়ে কৃষ্ণ, চন্দ্রন এবং মধু নামে যে ৩ জনের জীবন চলে গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমব্যাথী তিনি। মৃতদের পরিবারের প্রতি ঈশ্বর সহায় হন বলেও শোক প্রকাশ করেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী।
Kamal Haasan: Yesterday's accident was unfortunate and we lost our 3 friends. I will give financial assistance of Rs 1 crore each to kin of those who lost their lives as they belong to poor families. We must take preventive steps to avoid such accidents in future. https://t.co/IwBuDAM34k
— ANI (@ANI) February 20, 2020