বহুদিন হল বলিউডের ছবি থেকে দূরে রয়েছেন শাহরুখ খান। কিং খান কবে পর্দায় ফিরবেন সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁর ভক্তরা। মাঝে শোনা গিয়েছিল রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে দেখা যাবে কিং খানকে। আর তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে। তবে এমন সম্ভাবনার কথা আপাতত উড়িয়ে দিলেন করিনা।
মুম্বই মিররকে দেওয়া একটি সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, ‘এই খবর একেবারেই সত্যি নয়। আমি শাহরুখকে একদিকে যেমন খুব ভালোবাসি, তেমনই ওকে শ্রদ্ধাও করি। ওর সঙ্গে কাজ করার জন্যে আমিও অপেক্ষায় আছি। কিন্তু এই মুহূর্তে এমন কোনও সম্ভাবনা নেই।’ এই মুহূর্তে করিনা ব্যস্ত ইরফান খানের সঙ্গে তাঁর আগামী ছবি ‘আংরেজি মিডিয়াম’-এর প্রোমোশন নিয়ে। ইরফান খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে করিনা বলেন, ”অন্যান্য খানদের সঙ্গে কাজ করার থেকেও ইরফানের সঙ্গে কাজ করাটা আমার কাছে লোভনীয় ছিল।” পরিচালক হোমি আদাজানিয়ার ছবি ‘আংরেজি মিডিয়াম’-এ তথাকথিত ছোট্ট চরিত্র হলেও সেই চরিত্রে কাজ করতে রাজি হন করিনা। সে প্রসঙ্গে বেবো বলেন, ”আমি বরাবরই বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে চেয়েছি। আর হিন্দি মিডিয়াম আমার খুব পছন্দের ছবি ছিল, তাই আংরেজি মিডিয়ামে কাজ করতে রাজি হয়ে যাই।”