এবার মুখোমুখি ফেলুদা-শল্যজিৎ!

ফেলুদা হয়ে দর্শকের মনে এক গভীর জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এবার এক নতুন গোয়েন্দা গল্পে অভিনয় করতে চলেছেন তিনি। আর এর নেপথ্যে রয়েছেন পরিচালকদ্বয় তুহিন সিনহা ও রাহুল। এবার বাঙালি দর্শককে নতুন এক গোয়েন্দা চরিত্রের সঙ্গে পরিচয় করাতে চলেছেন তাঁরা। তিনি হলেন গোয়েন্দা শল্যজিৎ।   সিনেমার নাম ‘এবার শল্যজিৎ’। গোয়েন্দা শল্যজিৎ তুহিন-এর নিজের সৃষ্টি। এই গোয়েন্দা গল্পটা তাঁরই লেখা। একদিন ভোরে শরীরচর্চা করার সময় শল্যজিতের সঙ্গে পরিচয় হয় সৌম্যর। দু’জনের মধ্যে যখন গভীর বন্ধুত্ব তৈরি হয়, ঠিক তখনই খুন হয় সৌম্য। ময়না তদন্তে জানা যায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তার। এরপর বন্ধুর মৃত্যু রহস্য উদ্ভেদ করতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় গোয়েন্দা শল্যজিৎ। চলে যায় সেই ঘরে যেখান থেকে উদ্ধার হয়েছিল সৌম্যর মৃতদেহ। লিপস্টিক মাখা এক আধ খাওয়া সিগারেট পায় সেখান থেকে। তাহলে কি কোনও মেয়ে রয়েছে খুনের নেপথ্যে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে সৌম্যর বাবা, যে ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এখানেই ছবির ট্যাগলাইন- “এবার মুখোমুখি ফেলুদা-শল্যজিৎ”। শল্যজিৎ কি পারবে সৌম্যর হত্যাকারীকে খুঁজে বার করতে? সেই গল্প জানা যাবে মার্চেই। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা, উত্তরবঙ্গ ও সিকিমের চোখ ধাঁধানো লোকেশানে। সৌম্যর ভূমিকায় অভিনয় করেছেন দিব্যেন্দু শেখর দাস। শল্যজিতের চরিত্রে রয়েছেন সঞ্জয় সিনহা। সৌম্যর বাবার ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মায়ের চরিত্রে দেখা যাবে মাধবী মুখোপাধ্যায়কে। ছবিটি প্রযোজনা করেছে বিগ উইনস ইন্টারন্যাশনাল। ছবিতে সংগীত পরিচালনা করেছেন নির্ভীক গোস্বামী। গীতিকার সূর্য চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *