তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জন্মবার্ষিকীতে বিশেষভাবে শ্রদ্ধার্ঘ্য জানালো টিম ‘থালাইভি’। জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ ছবিতে মুখ্য নাম ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। জয়ললিতার ৭২তম জন্মবার্ষিকীতে ছবিতে কঙ্গনা নতুন লুক সামনে আনা হল। লাল কালো পাড়ের সাদা শাড়িতে কঙ্গনা যেন ঠিক জয়ললিতারই প্রতিচ্ছবি। পোস্টার দেখে বোঝাই যাচ্ছে এটি জয়ললিতার ভরা যৌবনের চিত্রায়ণ। তাঁর বয়স যখন ছিল ৩০-এর কোঠায়, তখন অভিনয় থেকে রাজনীতিতে আসেন বর্ণময় এই ব্যক্তিত্ব। কঙ্গনার এই লুকটি জয়ললিতার সেই বয়সেরই প্রতিফলন। ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’ ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। কঙ্গনা ছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরবিন্দ স্বামী, যিশু সেনগুপ্ত এবং প্রকাশ রাজকে। ‘থালাইভি’-তে নিজের মধ্যে জয়ললিতাকে ফুটিয়ে তোলার জন্য প্রচুর পরিশ্রম করছেন কঙ্গনা। নিজেকে অনেকভাবে বদলে নিয়েছেন তিনি। ওজন বাড়ানো হোক অথবা ভরতনট্টম নাচের তালিম—সবটাই করছেন মন দিয়ে। আগামী ২৬ জুন মুক্তি পেতে চলেছে ‘থালাইভি’।