‘কড়াপাক’ প্রেমে সৌরভ-পায়েল

কড়াপাকের মিষ্টির নামেই নিজের ছবির নাম রাখলেন পরিচালক সৌরদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর ছবি ‘কড়াপাক’-এ কমেডির মোড়কে প্রেমের গল্প বলেছেন পরিচালক। ‘কড়াপাক’ ছবির প্রথম থেকে শেষপর্যন্ত প্রচুর হাসির রসদ রয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন সৌরভ দাস এবং পায়েল সরকার। বড়পর্দায় এটাই সৌরভের প্রথম ছবি। আর তাতেই নজর কাড়লেন সৌরভ। এই ছবিতে তাঁর চরিত্রে নাম দেব। অন্যদিকে প্রিয়ার ভূমিকায় পায়েল সরকার যথোপযুক্ত। অন্যান্য ভূমিকায় আছেন ঋ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অমিত দত্ত, তনিমা সেন, সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা। সকলেই যে যাঁর নিজের ভূমিকায় যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছেন। ‘কড়াপাক’- গান গেয়েছেন উপল সেনগুপ্ত, রাজ বর্মন, ঈশান মিত্র, তৃষা চট্টোপাধ্যায় ও মধুপর্ণা গঙ্গোপাধ্যায়। শান্তজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ছবির গানগুলি মন কেড়েছে। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন অম্লান সাহা। সম্পাদনার দায়িত্বে ছিলেন বনমালী সরকার।সৌরদীপ-এর ‘কড়াপাক’-এর গল্পে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়া ও দেব (পায়েল সরকার ও সৌরভ দাস)। প্রিয়া ও দেব কর্মসূত্রে কলকাতায় থাকেন। তবে এরা দুজনেই যে একে অপরের প্রথম প্রেম, তেমনটা এক্কেবারেই নয়। প্রিয়ার আগে দেব একটি বড়লোক বাবার একমাত্র মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সেটা টেকেনি। তবে দেবের একটা সম্পর্কের কথা বললে অবশ্য ভুল হয়। প্রেমের জন্য হাজারো ডেটিং সাইটে নিজের নাম লেখায় সে। অন্যদিকে, স্বাধীনচেতা প্রিয়া ঠিক যেমনটা মন চায় তেমনটাই করে ফেলার পক্ষপাতী। তার পিছনে অবশ্য ছেলেদের লাইন রয়েছে। এসবেরই মাঝে ঘটনাচক্রে রাস্তাতেই আলাপ দেব-প্রিয়ার। কথাবার্তা, আলাপচারিতার মাঝেই তাঁদের প্রেমটা এগোয়। বেশকিছুদিন প্রেমটা জম্পেশ চলার পর দেবকে বিয়ের কথা বলেই ফেলে প্রিয়া। তবে বিয়েতে সায় দিতে কিছুটা ইতস্তত করে বসে দেব। আর এরপরই শুরু হয় আসল অগ্নিপরীক্ষা। একে অপরের প্রতি ভালোবাসা কতটা খাঁটি জানতে ৬ মাস সম্পর্ক থেকে বিরতি নেয় দেব-প্রিয়া। শুরু হয় তাঁদের প্রেমের আসল পরীক্ষা। আর এই ৬ মাসেই ঘটে যায় অনেক কিছু। এই ৬ মাসে ঠিক কী কী ঘটবে। আদৌ দেব-আর পায়েল ফের কাছাকাছি ফিরবে কিনা তা জানতে হলে পরিচালক সৌরদীপ বন্দ্যোপাধ্যায়ের ‘কড়াপাক’ দেখতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *