এক কবির অস্তিত্বের লড়াইয়ের গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক দীপাংশু সাহানি। গল্পটি লিখেছেন তরুণ দত্ত। ছবির প্রযোজক অমিত আচার্য ৷জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ ঝাড়খন্ড ও কলকাতায় খুব শীঘ্রই ছবিটির শ্যুটিং শুরু হবে ৷ যে কবির কবিতা পড়ে অন্যেরা বাঁচার শক্তি পেতেন, সেই কবিরই অস্তিত্ব সঙ্কটের মুখে এসে দাঁড়ায় ! নিতান্তই ভালোবাসা থেকে নিজের ভাষায় কবিতা লিখতেন ভুদেবজী। কবি ভুদেবজী-র চরিত্রে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। গ্রামের মানুষদের সেই কবিতা পাঠ করেও শোনাতেন। সেখান থেকে সামান্য উপার্জনও হত। অভাব অনটন থাকলেও ভালোই চলছিল এই কবির জীবন। হঠাত করেই ভুদেবজী-র কবিতা পেয়ে যায় জাতীয় স্বীকৃতি । স্বাভাবিকভাবেই আসে জনপ্রিয়তা। এই সব কিছুর মাঝে হাড়িয়ে যায় তাঁর সাদামাটা জীবন। অভাবের পাশাপাশি তাঁর জীবন থেকে চলে যায় সুখশান্তি। তাঁর দুই ছেলের মধ্যে শুরু হয়ে যায় বাবার সম্মান, সম্পত্তি নিয়ে লড়াই। অশান্তি এড়াতে ঝাড়খণ্ডে সব ছেড়ে ভুদেবজী চলে আসে কলকাতায়। ছবির গল্প এগোবে এভাবেই। শেষমেশ এই কবির জীবনে কী ঘটে তা জানতে অপেক্ষায় থাকতে হবে দর্শকমহলকে।