করোনার কবলে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী ইন্দিরা বর্মা। অভিনেত্রী নিজে টুইট করে একথা জানান। টুইট করে ইন্দিরা লিখলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের জন্য অন্ধকারে তলিয়ে গেল আমাদের মতো আরও অনেকের শো। আশা করি তাড়াতাড়ি ফিরে আসতে পারব। ভাইরাস নিয়ে বিছানায় পড়ে রয়েছি আমি। সবাই নিরাপদে থাকুন। আশেপাশের মানুষদের জন্য ভাবুন।’ প্রসঙ্গত, ইন্দিরা বর্মার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন গেম অফ থ্রোনসের আরও এক অভিনেতা ক্রিস্টোফার হিভজুর। এদিকে করোনার চিকিৎসার পর বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন হলিউড স্টার টম হ্যাঙ্কস। তাঁকে সম্প্রতি হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। টম হ্যাঙ্কসের পাশাপাসি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা ইদ্রিস এলবাও করোনায় আক্রান্ত বলে জানা যায়।কিম কারদাশিয়ান, কোলে কারদাশিয়ান, কাইলি জেনার-রাও বর্তমানে গৃহবন্দি করোনার জেরে। এমনকী, কোভিড ১৯-এর প্রভাব কাটাতে কারদাশিয়ান বোনেরা একে অন্যের সঙ্গে দেখা পর্যন্ত করছেন না বলে জানান হলিউডের জনপ্রিয় টেলিভিশন তারকা কিম কারদাশিয়ান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইন্দিরা জানান, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। পরীক্ষা করানোর পর জানতে পারেন, করোনা সংক্রমিত হয়েছেন তিনি।