করোনার কারণে প্রথা ভাঙলেন অমিতাভ বচ্চন

সারা বিশ্বেই ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে নোভেল করোনাভাইরাস। ভারতেও আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১০৭। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। ২৪ ঘণ্টার মধ্যে একলাফে করনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৩ জন। মুম্বইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।  সবমিলিয়ে বিশ্বজুড়েই এখন পরিস্থিতি যথেষ্ট ভয়ানক। মহামারীর আকার নিয়েছে করোনাভাইরাস। তাই সতর্কতার জন্য এবার পদক্ষেপ নিলেন অমিতাভ বচ্চনও। দীর্ঘদিনের অভ্যাসে আনলেন বদল। বাতিল হল জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার অনুষ্ঠান। রবিবার মানেই অগুনতি ভক্তের ভিড় হয় অমিতাভ বচ্চনের মুম্বইয়ের জুহুতে নিজের বাংলো ‘জলসা’-র বাইরে। বিগত ৩৭ বছর ধরে এই প্রথা মেনে আসছেন শাহেনসাহ। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজির হন অনেকেই। অসুস্থ না থাকলে জলসার বারান্দায় দাঁড়িয়ে বিগ বি হাত নাড়বেন না এমনটা হয়নি কখনও। তবে এবার তেমনটাই ঘটল। নেপথ্যে খলনায়ক করোনা। ভক্তদের সঙ্গে ‘সানডে মিট’ বাতিল করলেন বিগ বি। টুইট করে আগে থেকেই সেকথা জানিয়ে দেন তিনি। লিখেছেন,  ‘সব শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত অনুরোধ। আজ অনুগ্রহ করে জলসার গেটে আসবেন না। আমি আজ যাচ্ছি না। আগাম সতর্কতা নিন…সতর্ক থাকুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *