করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি জনসমাগম থেকে সকলকে দূরে থাকার বা এড়িয়ে চলার নির্দেশ দেয়। কেন্দ্রীয় সেই আর্জিতে সাড়া দিয়ে, শেষমুহূর্তে ভারতে আসার পরিকল্পনা বাতিল করলেন ক্রিস হেমসওয়ার্থ। ‘থর’ অভিনেতার স্যাম হারগ্রেভের নির্দেশনায় ‘এক্সট্র্যাকশন’ ছবির প্রচারে আসার কথা ছিল। সূত্রের খবর, দু-দিনের সফরে ১৬ মার্চ ভারতে আসার কথা ছিল হেমসওয়ার্থের। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আর্জি পাওয়ার পর ভারতে আসা ঝুঁকির হয়ে যাবে বলেই সিদ্ধান্ত পরিবর্তন করেন ক্রিস।