কোরোনার থাবায় পিছিয়ে গেল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। আগামি ১০ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও ২০ দিন আগেই উৎসব স্থগিতের ঘোষণা করা হয়েছে। দক্ষিণ ফ্রান্সে মে মাসের ১২ থেকে ২৩ তারিখ অবধি এই ফেস্টিভাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ফ্রান্স থেকে এই ফেস্টিভালের উদ্যোক্তারা অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন যে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হল কান । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “সারা বিশ্ব জুড়ে চলা এই গ্লোবাল ক্রাইসিসে Covid-19-এ আক্রান্তদের আমরা সহানুভূতি জানাই । যারা এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছে প্রতিদিন, তাদের পাশে রয়েছি আমরা ।” জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবটি স্থগিত থাকবে।