মুম্বই আর লন্ডন এই দুই দেশ মিলিয়ে থাকেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর স্বামী বেনেডিক্ট টেলর সেখানকার বিখ্যাত মিউজিশিয়ন। করোনার প্রকোপে লন্ডনেই আটকে রয়েছেন তিনি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল লন্ডনে করোনায় আক্রান্ত হয়েছেন রাধিকা। সেখানকার একটি হাসপাতাল থেকে তিনি মাস্ক পরা ছবি পোস্ট করেছিলেন। সেখান থেকেই সকলে ধরে নিয়েছিল তিনি বোধহয় করোনায় আক্রান্ত। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর করোনা হয়নি। বাকিরাও যেন সাবধানে থাকে। তিনি জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত নন। তাঁর এক বন্ধু অন্তঃসত্ত্বা। তাকে সঙ্গে নিয়ে চেক আপের জন্যই তিনি হাসপাতালে গিয়েছিলেন।