বলিউডে ফের করোনা থাবা। কণিকা কাপুরের পর বলিউডের দ্বিতীয় করোনা-আক্রান্ত হিসেবে উঠে এল শাজা মোরানির নাম। শাজা হলেন প্রযোজক করিম মোরানির মেয়ে। শাহরুখ খান অভিনীত রা ওয়ান এবং চেন্নাই এক্সপ্রেসের মতো ছবির প্রযোজনা করেছেন করিম মোরানি। লকডাউন ঘোষণা হওয়ার আগেই শাজা অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলেন বলে খবর। এর পর এতদিন তিনি আইসোলেশনে ছিলেন। সম্ভবত ইনকিউবেশন সম্পূর্ণ হওয়ার পরেই তাঁর শরীরে ভাইরাসের উপস্থিতি জানান দেয় ও তার পরে কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। মুম্বইয়ের নানাবতী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রয়েছেন শাজা। আপাতত বেশ কিছুদিন তাঁকে অবজারভেশনে রাখবেন চিকিৎসকেরা। এরপর বেশ কয়েকবার কোভিড-১৯ টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে শাজাকে, তবেই বোঝা যাবে তিনি সুস্থ হয়ে উঠছেন কি না। গোটা পরিবারকে কোয়ারানটিন করা হয়েছে। তাঁদের জুহুর বাড়িতে সেল্ফ কোয়ারানটিনে রয়েছেন পরিবারের নয় সদস্য। এদের সবারই করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। মুম্বই পুরসভার অফিসাররা তাঁর বাড়ি পরিদর্শনে আসবেন বলে জানা গিয়েছে।