ফের হলিউডে করোনার হানা। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ‘হেল বয়’ এর অভিনেতা ড্যানিয়েল ডে কিম। নিজের ইনস্টাগ্রামে এই খবর জানান ৫১ বছরের এই অভিনেতা। একটি সিরিজের শুটিং করতে গিয়ে তিনি নিউইয়ার্কে যান। সিরিজে তিনি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন। গল্প ছিল এমনই এক মহামারী ভাইরাস নিয়ে। এই সিরিজের শুটিং শেষ করে বাড়ি ফিরে তার শরীরে অস্বস্তি বোধ শুরু হয়। তিনি করোনা পরীক্ষা করান। আপাতত অভিনেতা হোম কোয়ারান্টিনে আছেন।