করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত মার্কিন গায়ক জো ডিফি

করোনার আক্রমণে হেরে গেলেন মার্কিন গায়ক জো ডিফি। কিছুদিন আগেই তাঁর শরীরে পাওয়া যায় মারণ ভাইরাস কোভিড ১৯। সোয়াব পরীক্ষায় তাঁর দেহে করোনার সন্ধান মেলে। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় হাসপাতালে।  প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে দু’দিনের লড়াই শেষ করে মৃত্যু হল এই জনপ্রিয় মার্কিন কান্ট্রি সিঙ্গারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়।   জো ডিফি নিজেই ঘোষণা করেছিলেন তিনি করোনায় আক্রান্ত। পাশাপাশি অনুরাগীদের অনুরোধ করেছিলেন করোনার মতো মারণ ভাইরাস থেকে বাঁচতে তাঁরা যেন স্বাস্থ্যবিধি মনে চলেন ও সতর্ক থাকেন। আর তার পরেই তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হতে থাকে। জনসংযোগ আধিকারিকই মৃত্যুর খবর ঘোষণা করেন। জন্মসূত্রে ওকলাহোমার বাসিন্দা জো ডিফি। ২৫ বছরের বেশি সময় ধরে গ্র্যান্ড ওল ওপ্রি-র সদস্য ছিলেন তিনি।  এই গায়কের যে গানগুলি খুবই জনপ্রিয় হয়েছিল সেগুলি হল হংকি টংক অ্যাটিটিউড, প্রপ মি আপ বিসাইড দ্য জিউকবক্স, বিগার দ্যান দ্য বিটলস, ইফ দ্য ডেভিল ডান্সড। এর মধ্যে থার্ড রক ফ্রম দ্য সান ও হংকি টংক অ্যাটিটিউড খুবই হিট করেছিল। গ্র্যামি-সহ মিউজিক জগতের একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ৯০ এর দশকে কান্ট্রি মিউজিকে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নোয়ামি জুড বলেন, ‘কান্ট্রি মিউজিক আজ এক উজ্জ্বল নক্ষত্র হারাল।’ তাঁর অনন্য কাজের জন্যে গ্র্যামি পুরস্কারও পেয়েছেন জো ডিফি। তানিয়া টাকার বলেন, ‘আমার বন্ধু এবং সাম্প্রতিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ গায়ক আজ চলে গেলেন। আমরা সমবয়সী। খুব ভয় করছে। ওঁর আওয়াজ, হাসি, গান সবকিছু ভীষণ মিস করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *