করোনা আক্রান্ত হয়ে প্রয়াত খ্যাতনামা হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সাতের দশকের বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন অ্যালেন। ১৯৬৮ সালে অর্জি গার্ল ছবিতেই প্রথমবার তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রথম জীবনে অ্যালেন কেরিয়ার শুরু করেন বস্কার হিসেবে ৷ তারপর ক্রীড়া সাংবাদিক ৷ নিউ ইয়র্কের অ্যাক্টর স্টুডিওতে অভিনয় নিয়ে পড়াশোনা করেন অ্যালেন। পরবর্তীকালে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন। ‘দ্য কনভারসেশন’, ‘নাশভিলে’, ‘দ্য স্টান্ট ম্যান’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে ৷ তাঁর এই প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া পড়েছে সিনেমামহলে ৷ অ্যালেন গারফিল্ডের মৃত্যুর খবর তাঁর সহ অভিনেতা রনি ব্লেকেলি-র সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়। রনি লেখেন, “অ্যালেন গারফিল্ডের আত্মার শান্তি কামনা করি। একজন অসাধারণ অভিনেতা, যিনি ন্যাশভিল ছবিতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেন। বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ওর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।” অ্যালেন গারফিল্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বোন লোউস গুরউইজ। তিনি জানিয়েছেন, মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন কান্ট্রি হাউস অ্যান্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।