লকডাউনের মধ্যেই এক ফ্রেমে শুট করলেন বলি-টলি এবং দক্ষিনী তারকারা। সবটাই হল ভার্চুয়ালি। কেউ কারোর মুখোমুখি না হয়েও যে একটা সিনেমা তৈরি করা যায় তা দেখিয়ে দিল বলিউড। এর আগেও বিভিন্ন শর্ট ফিল্মের মাধ্যমে নানারকম সামাজিক বার্তা দিয়েছেন পরিচালকরা। তবে এবার করোনা মোকাবিলায় একজোট হয়েছেন বলিউড-টলিউড এবং দক্ষিণের তাবড় অভিনেতারা। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি রয়েছেন মামুট্টি, রজনীকান্ত, মোহনলাল থেকে শুরু করে বাংলার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। রয়েছেন রণবীর কাপুর, দিলজিত্ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাট-ও। শর্ট ফিল্মটি টুইট করেছেন বিগ বি। প্রত্যেকে যেভাবে নিজের নিজের বাড়িতে বসে এই ছবির জন্য শ্যুটিং করেছেন সেজন্য সকল অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমজনতাকে সেলফ আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইন সম্পর্কে বিভিন্ন বার্তা এ যাবত দিয়েছেন বলিউড তারকারা। তবে এবার রুপোলি জগতের একঝাঁক তারকা একসঙ্গে বানিয়ে ফেলেছেন একটা গোটা শর্ট ফিল্ম। শর্ট ফিল্মটির নাম রাখা হয়েছে ‘ফ্যামিলি’। প্রসূন পাণ্ডে শর্ট ফিল্মটির পরিচালনা করেছেন। নিয়মমাফিক সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে, বাড়ি থেকে এক পা-ও না বেরিয়েই হয়েছে শ্যুটিং। এমনকি তারকারা সকলে এক শহরেও ছিলেন না। তবে যে যেখানে ছিলেন সেই প্রান্তেই নিজের বাড়িতে বসে বানিয়েছেন ‘ফ্যামিলি’। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে শ্যুটিং বন্ধ। আর কতদিনই বা এই অবস্থা চলবে তা কেউই জানেনা। এই সময়ে দুবেলা অন্ন সংস্থার হওয়ার আর কোন রাস্তাও নেই সেই খেটে খাওয়া মানুষদের কাছে। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১ লক্ষ দৈনিক মজুরের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন শাহেনশাহ। তার এই উদ্যোগে সোনি পিকচার্স এবং কল্যাণ জুয়েলার্সও সামিল হয়েছে। সোনি পিকচার্স-এর পক্ষ থেকেই জানানো হয়েছে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১ লক্ষ দৈনিক মজুরকে মাসিক রেশন তুলে দেবেন বিগ বি। দেশের একটি হাইপার মার্কেট চেনের মাধ্যমে তার মাসিক রেশন এবং প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হবে। তবে তার এই মহান উদ্যোগে তিনি একা নন, টলি -দক্ষিণী সকলেই সামিল হয়েছে তার এই প্রয়াসে। এই শর্ট ফিল্মটি থেকে যা অর্থ সংগৃহীত হবে তা দান করা হবে ফিল্ম জগতের দৈনিক পারিশ্রমিকের শ্রমিকদের সাহায্যের উদ্দেশে। এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন অমিতাভ বচ্চন, সোনি পিকচার্স ও কল্যাণ জুয়েলার্সের সহযোগিতায়। ‘ফ্যামিলি’ এই শর্ট ফিল্মটি আরও একবার প্রমাণ করল, ছবি বানাতে গেলে সব সময় অনেক আড়ম্বরের প্রয়োজন হয় না। চিত্রনাট্য, পরিচালনা এবং সম্পাদনাই শেষ কথা বলে। করোনা আতঙ্কে নিয়ে একবার নয়, একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বলিউড শাহেনশাহ বিগ বি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ অমিতাভ। আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শেয়ার করে ভাইরাল হয়েছেন বিগ বি। সম্প্রতি করোনা মোকাবিলায় ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিয়েও বারেবারে শিরেনামে এসেছেন অমিতাভ। ফিল্ম ইন্ডাস্ট্রির এই পরিবার কোনও একটা বিশাল যৌথ পরিবারের তুলনায় কম নয়। যেখানে বাড়ির এক বয়স্ক অমিতাভ বচ্চনের সানগ্লাস হারিয়ে যাওয়ায় সেটা খুঁজতেই উদ্যোগী হয়েছেন পরিবারের বাকি সদস্যরা। আর শেষ পর্যন্ত খুঁজে পেয়েও গিয়েছেন সেটা। মাত্র ৪ মিনিট ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে দেশবাসীকে অভয় দিয়ে বলা হয়েছে, এই কঠিন সময় ঠিক কেটে যাবে। শুধু সকলে যেন বাড়িতে থাকেন। তাহলেই নিরাপদে এবং সুস্থ থাকবেন। অকারণ আতঙ্কের কোনও প্রয়োজন নেই। এই কঠিন লড়াইয়েই বিরুদ্ধে জয় হবে নিশ্চিত সে ব্যাপারে আশাবাদী অমিতাভ। ভিডিও বার্তায় অমিতাভ জানিয়েছেন, ‘সারা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটি পরিবার। সকলেই সমান। পরিবারের বাকি সদস্যরা খেতে পারবে না এটা আবার হয় নাকি। এই মহাসংকটের দিনে সকলে মিলে একসঙ্গে সহযোগিতা করলেই এই সংকট দুর হবে। অযথা ভয় করবেন না। প্যানিক করবেন না। বাড়িতে থাকুন। এই লড়াইটা আমরা জিতব। আমাদের জিততেই হবে।’ তিনি আরও জানিয়েছেন, এই ভিডিওটির করার জন্য কেউই বাড়ি থেকে বেরাননি। সকলেই নিজেদের বাড়িতে আছে। তাই সকলে যেন নিজের বাড়িতেই থাকে। বিগ বি জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি একটি বড় যৌথ পরিবার। অভিনেতা ছাড়াও তাতে সামিল হাজার হাজার কর্মী এবং দৈনিক মজুরীতে কাজ করা লোকজন। তাই এই সঙ্কটের সময়ে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। শর্ট ফিল্মটির একদম শেষে বিগ বি বলেন, “ভয় পাবেন না । আতঙ্কিত হবেন না । সুরক্ষিত থাকুন । এই সময়টা কেটে যাবে । এই কালো মেঘ সরে যাবে । নমস্তে। ” টুইটারে শর্ট ফিল্মটি শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, “এর পিছনে কারণটা অনেক বড় । এই চেষ্টাটা করতে পারায় আমার সহকর্মী ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ । আমরা এক এবং আমরা জিতবই । জয় হিন্দ ।” তারকাদের এই অভিনব উদ্যোগের প্রশংসাও করেন নেটিজনেরা।
T 3493 – When you see that the cause is greater than the idea you dreamt of .. there is just immense joy and gratitude for all my colleagues and friends in the making of this historic effort !
WE ARE ONE and WE SHALL OVERCOME ! Jai Hind ! https://t.co/WoquwkSyqT
— Amitabh Bachchan (@SrBachchan) April 6, 2020