এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিলেন। এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা সংক্রমণের হার অত্যন্ত বেশি। সেখানকার রাজ্য সরকার যথাসম্ভব চেষ্টা করছে যাতে সংক্রমণ আরও বেশি ছড়িয়ে না পড়ে। তাই রাজ্যের পাশে দাঁড়িয়েছেন লতা মঙ্গেশকর। তিনি মঙ্গলবার টুইটে লেখেন যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি ২৫ লক্ষ টাকা দান করতে চলেছেন। পাশাপাশি তিনি সাধারণ নাগরিকদেরও আহ্বান জানিয়েছেন এই সময়ে যথাসম্ভব সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
नमस्कार.आपण आपल्या सरकारला या कठिण प्रसंगी मदत करणे हे आपले कर्तव्य आहे. मी माझ्या तर्फ़े मुख्यमंत्री सहाय्यता निधीला २५ लाख रुपये देत आहे. माझी सर्वांना नम्र विनंती आहे की सरकारच्या क़ोरोना विरोधी लढ्यात आपण सुद्धा सरकारला यथाशक्ति मदत करावी.
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 31, 2020