গৃহবন্দি থেকেও নিজের সংসদীয় এলাকায় করোনা মোকাবিলা নিয়ে যথেষ্ট সচেতন এই তারকা সাংসদ দেব। ঘাটালের মানুষের যাতে অসুবিধে না হয়, সেদিকে বরাবারই খেয়াল রেখেছেন তিনি। করোনা মোকাবিলায় ঘাটালবাসী পাশে পেলেন তাদের সাংসদ দেবকে। করোনা মোকাবিলায় ঘাটালের প্রয়োজনীয় সামগ্রী থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড খোলার সমস্ত বন্দোবস্ত করছেন। পরীক্ষায় প্রয়োজনীয় টেস্ট কিট, এবং হাসপাতালের সরঞ্জাম সবকিছু কিনতে ১ কোটি টাকা সাংসদ তহবিল থেকে বরাদ্দ করলেন তারকা-সাংসদ। স্বাস্থ্যকর্মীদের জন্য স্যানিটাইজার, গ্লাভস -নিত্যপ্রয়োজনীয় সবকিছু যাতে ঠিকমতো সরবরাহ করা হয় সে কারণেই নিজের সাংসদ তহবিল থেকে অর্থসাহায্য করলেন দেব।