অক্ষয়কুমার-সহ বহু বলিউড তারকা ইতিমধ্যেই করোনা মোকাবিলায় ত্রাণের উদ্দেশে দান করেছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা ও নিক জোনাসের যৌথ ত্রাণের বিষয়টিও সামনে এসেছে। জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় দশটি সংস্থাকে ত্রাণ দিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা ও ত্রাণের ফান্ড পিএম-কেয়ারস, ইউনিসেফ, গুঞ্জ, ডক্টরস ইউদাউট বর্ডারস, নো কিডস হাংরি এবং স্যাগ-আফট্রা। সাধারণের উদ্দ্যেশ্যে একটি টুইট বার্তাও দেন প্রিয়াঙ্কা।
These organizations are doing amazing work by helping those impacted by #Covid19. They are feeding the hungry, supporting doctors and first responders, helping low income and homeless communities, and supporting our colleagues in the entertainment industry. pic.twitter.com/Za12mrjboG
— PRIYANKA (@priyankachopra) March 31, 2020