অভিনেতা হিসেবে বেশ পরিচিত মুখ সৌরভ দাস। সিনেমা, সিরিয়াল, ওয়েবসিরিজ সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বরবরই অঞ্জন দত্ত সৌরভের অনুপ্রেরণা। এককালে রঙ্গকর্মীতে নিয়মিত থিয়েটার করতেন তিনি। এছাড়াও পার্ট টাইম লাভার্স বলে তাঁর একটি নাটকের দলও ছিল। সেই দলের জন্য তিনি একটি নাটকের নির্দেশনাও দিয়েছিলেন। তাঁর অনেকদিনের ইচ্ছে ছিল নিজে কোনও ছবি পরিচালনা করবেন। সেই মতো বহুদিন আগে এই শর্ট ফিল্মে পরিচালক হিসেবে কাজ করলেও তা প্রকাশ্যে আসেনি। এবারের কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে সৌরভের পরিচালিত ‘স্পেয়ার কি’। এই ছবিতে অভিনয় করেছেন অনিন্দিতা বোস, দর্শনা বণিক এবং সৌরভ নিজে। এছাড়াও তাঁর অভিনীত অন্য একটি শর্ট ফিল্ম ‘ক্যানভাস’ দেখানো হবে এবারের ফেস্টিভ্যালে। সেই ছবির পরিচালক সৌম্যজিৎ আদক। একদিকে পরিচালক অন্যদিকে অভিনেতা, দু তরফ থেকে মনোনয়ন পেয়ে খুবই খুশি সৌরভ। সৌরভের কথায়, দীর্ঘ ছ’বছর ধরে অভিনয়ের পাশাপাশি পরিচালকদেরও খুব কাছ থেকে লক্ষ্য করেছি। শেখার চেষ্টা করেছি। স্পেয়ার কি আমার পরিচালক হিসেবে প্রথম ছবি। তিনি এও জানিয়েছেন, এবারের ফিল্ম ফেস্টিভ্যাল তাঁকে আরও উৎসাহ দিয়েছে। আর সেই উৎসাহ থেকেই মন দিয়েছেন অন্য একটি চিত্রনাট্য রচনায়। কয়েক বছরের মধ্যেই বড় পর্দায় দেখা যাবে সেই ছবি। অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও চালিয়ে যেতে চান সৌরভ।
My Directorial Debut happened with the shortfilm #SpareKey , which is now a #OfficialSelection of the #KolkataInternationalFilmFestival2019 !! I am elated and want to thank my entire team for this achievement! @bose_anindita10 @DarshanaBanik ❤️ #NabakathaInitiatives #Kuntalghosh pic.twitter.com/TDamPqM6L9
— Saurav Das (@iamsaaurav) November 1, 2019