কেন্দ্র ও রাজ্য দুই খাতেই দান করলেন মাধুরী

অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও, ক্যাটরিনা কাইফের মতো অসংখ্য তারকা কোরোনা মোকাবিলায় এগিয়ে এসছেন। এই ফাইটে এক একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন তাঁরা। দান করেছেন নিজেদের সামর্থ্য মতো। কোরোনা মোকাবিলায় বলিউড সেলেব্রিটিদের তালিকায় এবার যুক্ত হল মাধুরী দীক্ষিতের নাম । স্বামী শ্রীরাম মাধব নেনের সঙ্গে যৌথভাবে তিনি টাকা তুলে দিলেন সরকারের ত্রাণ তহবিলে। সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন মাধুরী। লিখেছেন, “মানবিকতার এই লড়াইয়ে আমাদের একে অপরের হাত ধরা উচিত। পএম কেয়ার্স ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে আমরা আমাদের কর্তব্য পালন করছি। এই লড়াই যেন আমাদের আরও মজবুত করে তোলে। লাভ, মাধুরী ও রাম।” তাঁর এই পোস্ট থেকে স্পষ্ট যে কেন্দ্র ও রাজ্য এই দুই খাতেই দান করেছেন মাধুরী ও শ্রীরাম। তবে ঠিক কত টাকা অনুদান দিয়েছেন তা পোস্টে উল্লেখ করেননি মাধুরী।

View this post on Instagram

🙏🏼

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *